বান্ধবীর লাভ বাইট এ প্রান হানী !
সুখের মুহূর্তটা এভাবে প্রাণঘাতী হতে পারে সেটাকেউই ভাবতে পারেনি। বান্ধবীর সঙ্গে ডিনার সারারপরে আদর খেতে গিয়েই বিপদ। ব্রিটেনের সংবাদপত্র‘মিররে’ প্রকাশিত খবর অনুসারে মেক্সিকোর ১৭বছরের কিশোর ম্যাকিয়াস গোনজালেজ ডিনারটেবিলেই মারা যান। পরিবারের অন্যান্যদের সামনেইবান্ধবীকে পাশে বসিয়ে ডিনার সারেন ওই কিশোর। এর পরে টেবিলেই খিঁচুনি শুরু হয়।কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়।
চিকিৎসকদের বক্তব্য, বান্ধবীর কামড়ের সময়ে ওই কিশোরের গলায় রক্ত জমাট বেঁধে যায়।আর জমাট রক্ত ব্রেনে যাওয়ার সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাক হয়। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েনওই কিশোর। এরপরে ওই কিশোরের পরিবার মেয়েটিকে মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগতোলে। যদিও ঘটনার আকস্মিকতায় সকলে যখন চিন্তিত সেই সময়ে মেয়েটি ঘটনাস্থল থেকেপালিয়ে যায়।
ভাইরাল নিউজ!
No comments: